1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে দারুল কিরাতের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন

জগন্নাথপুরে দারুল কিরাতের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি

রঈসুল কোররা, ওয়াল মুফাসসিরীন, উস্তাযুল মুহাদ্দিসীন, সুলতানুল আরিফীন হজরত আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (র.) এর প্রতিষ্ঠিত দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট, শাখা কেন্দ্রঃ রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, চিলাউড়া,জগন্নাথপুর, সুনামগঞ্জের সমাপনী দিনে কেন্দ্র পরিচালনা কমিটির আয়োজনে কেন্দ্রের ছাত্রছাত্রী ও ক্বারী-ক্বারিয়াদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

গতকাল শুক্রবার বেলা ২ ঘটিকায় দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট, রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি হাজি মোঃ ময়মন খানের সভাপতিত্বে ও দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট, রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্র পরিচালনা কমিটির নাজিম আবুল হাশিম ডালিম এর পরিচালনায় ছাত্রছাত্রী ও ক্বারী-ক্বারিয়াদের বিদায়ী অনুষ্টান উপলক্ষে আলোচনা সভা,পুরস্কার বিতরণী, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

অনুষ্টানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন অত্র কেন্দ্রের রাবে জামাতে ছাত্র মোঃ আলী জাফর, হামদ ও নাত পরিবেশন করে অত্র কেন্দ্রের খামিছ জামাতের ছাত্রী মরিয়ম সুলতানা নুরি, হজরত আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (র.) এর শানে মুর্ছিয়া পেশ করে অত্র কেন্দ্রের রাবে জামাতের ছাত্রী মেরাজুন নাহার নূহা।
বিদায়ী অনুস্টানের আলোচনা সভায় বক্তব্য রাখেন রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রের প্রধান ক্বারী ও অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওঃ তাজুল ইসলাম, কেন্দ্র পরিচালনা কমিটির সহ-নাজিম সাব্বির, রসুলপুর জামে মসজিদে কোষাধ্যক্ষ আকিকুর রহমান জুনু, রসুলপুর জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য আব্দুল গফুর, দিলোয়ার হুসেন লিলু, ছব্বির খান প্রমুখ।

উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী মোঃ আঙ্গুর মিয়া, কেন্দ্র পরিচালনা কমিটির সহ-সভাপতি ছায়াদ আলী, কেন্দ্র পরিচালনা কমিটির সাবেক সহ-সভাপতি রাফিক মিয়া, হাজি আলফু মিয়া, রসুলপুর জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য গুলজার মিয়া, কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য ওয়াহিদ খান, সাজ্জাদুর রহমান সজ্জাদ, আলতাব খান, আছাব মিয়া, ফজল খান, আমির আলী , শিপন মিয়া, রসুলপুর জামেয়া ইসলামি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক শুয়েবুর রহমান, দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট, উত্তর রসুলপুর জামে মসজিদ কেন্দ্রের প্রধান ক্বারী মোঃ আসগর আলী, দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট, রসুলপুর জামেয়া ইসলামি দাখিল মাদ্রাসা কেন্দ্রের ক্বারী হাফিজ নুর উদ্দিন, ক্বারী মাওঃ হাবিবুর রহমান, ক্বারী জাহেদ আহমদ, ক্বারী ফেরদৌস খান, ক্বারী রেদুয়ান আহমদ, ক্বারী মেহেদী হাসান, ক্বারীয়া খাদিজা আক্তার মারুফা, ক্বারীয়া আমিন আক্তার উর্মি, ক্বারীয়া সুনিয়া আক্তার, ক্বারীয়া তাহিরা আক্তার, এলাকার মায়-মুরুব্বি সহ আরও অনেকে।
বিদায়ী অনুষ্টানে জামাতে সুরা থেকে জামাতে খামিছ পর্যন্ত কোরআন মজিদ, তাজবীদ, কিরাত, হামদ ও নাত প্রতিযোগিতায় এবং পরিক্ষায় সকল ছাত্রছাত্রীরা যারা ১ম, ২য, ৩য় স্থান অধিকার করেছে তাদের কে অত্র কেন্দ্র পরিচালনা কমিটির পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে।
কেন্দ্রের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে প্রধান ক্বারী মাওঃ তাজুল ইসলাম সহ কেন্দ্রের ক্বারী-ক্বারীয়াদের, কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি মোঃ ময়মন খান, নাজিম আবুল হাশিম ডালিম সহ কমিটির সকল সদস্যদের কে সম্মানন প্রধান করা হয়েছে। মিলাদ ও দোয়া অনুষ্টিত হয়েছে। মিলাদ পরিচালনা করেন ক্বারী হাফিজ নুর উদ্দিন, দোয়া পরিচালনা করেন অত্র কেন্দ্রের প্রধান ক্বারী মাওঃ তাজুল ইসলাম। দোয়াতে এলাকার মুর্দেগানদের জন্যে, কেন্দ্রের ছাত্রছাত্রী, ক্বারী-ক্বারীয়া, কমিটির সকলের জন্যে এবং দারুল কিরাতের প্রতিষ্ঠাতা হজরত আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (র.) এর জন্যে মহান আল্লাহ তায়ালার দরবারে মোনাজাত করা হয়েছে।

এদিকে, একই দিনে সকাল ১১ ঘটিকায় মজিদিয়া ফুলতলী ট্রাস্ট, শাখা কেন্দ্রঃ উত্তর রসুলপুর জামে মসজিদ, চিলাউড়া,জগন্নাথপুর, সুনামগঞ্জ কেন্দ্র পরিচালনা কমিটির আয়োজনে বিদায়ী অনুষ্টান উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী, মিলাদ ও দোয়া মাহফিল দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট, উত্তর রসুলপুর জামে মসজিদ কেন্দ্র পরিচালনা কমিটির সহ-নাজিম হাজী ফজলু মিয়ার সভাপতিত্বে ও দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট, উত্তর রসুলপুর কেন্দ্র পরিচালনা কমিটির নাজিম আবুল হাশিম ডালিম এর
পরিচালনায় অনুষ্টিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ছানি জামাতের ছাত্রী ফাইজা আক্তার ত্ববা, হামদ ও নাত পরিবেশন করে ছানী জামাতের ছাত্রী নুরিয়া আক্তার, হজরত আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (র.) শানে মুর্ছিয়া পরিবেশন করে নুরচাদ মিয়া।

বক্তব্য রাখেন অত্র কেন্দ্রের প্রধান ক্বারী আসগর আলী , অত্র কেন্দ্রের ক্বারী, উত্তর রসুলপুর জামে মসজিদের ইমাম মোঃ মোজাহিদুল ইসলাম , ক্বারী আবু বকর, ক্বারী মোঃ তানভীরুল ইসলাম তানভীর, ক্বারী মোঃ সুমন মিয়া প্রমুখ। উপস্থিত ছিলেন কেন্দ্র পরিচালনা কমিটির সহ-সভাপতি আব্দুল হামিদ, সহ-নাজিম আশিক মিয়া, কোষাধ্যক্ষ গুলজার মিয়া, সদস্য আব্দুল মান্নান, তুরন মিয়া, আলিম উদ্দিন, সানুর মিয়া, আমির আলী, শিপন মিয়া, শামিম মিয়া, জাহিদ মিয়া সহ আরও অনেকে।

বিদায়ী অনুষ্টানে জামাতে সুরা থেকে জামাতে ছানী পর্যন্ত কোরআন মজিদ, তাজবীদ, কিরাত, হামদ ও নাতে এবং পরিক্ষায় সে সমস্ত ছাত্র-ছাত্রীরা ১ম, ২য, ৩য় স্থান অধিকার করেছে তাদের কে অত্র কেন্দ্র পরিচালনা কমিটির পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে।

কেন্দ্রের ছাত্রছাত্রী পক্ষ থেকে প্রধান ক্বারী মোঃ আসগর আলী সহ কেন্দ্রের সকল ক্বারীদেরকে, কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি হাজী ফজলু মিয়া, কেন্দ্র পরিচালনা কমিটির নাজিম আবুল হাশিম ডালিম সহ কমিটির সকল সদস্যদের কে সম্মাননা প্রধান করা হয়েছে। মিলাদ ও দোয়া অনুষ্টিত হয়েছে।

মিলাদ পরিচালনা করেন ক্বারী তানভীরুল ইসলাম, দোয়া পরিচালনা করেন অত্র কেন্দ্রের ক্বারী ও উত্তর রসুলপুর জামে মসজিদের ইমাম মোজাহিদুল ইসলাম, দোয়াতে এলাকার সকলের জন্যে বিশেষ করে মুর্দেগানদের জন্যে, কেন্দ্রের ছাত্রছাত্রী, ক্বারীদের জন্যে , কমিটির সকলের জন্যে এবং দারুল কিরাতের প্রতিষ্ঠাতা হজরত আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (র.) এর জন্যে মহান আল্লাহ তায়ালার দরবারে মোনাজাত করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com