1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে তৃতীয় দফায় বন্যার পদধ্বনি, আশ্রয়ের খোঁজে মানুষ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে তৃতীয় দফায় বন্যার পদধ্বনি, আশ্রয়ের খোঁজে মানুষ

  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৬২১ Time View

বিশেষ প্রতিনিধি::

পর পর দুই দফা বন্যার মাঝে তৃতীয় দফা বন্যায়দিশেহারা হয়ে পড়েছেন সুনামগঞ্জেরজগন্নাথপুরের নিম্নাঞ্চলের পানিবন্দি মানুষ

গত রোববার থেকে আজ মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত অব্যাহত বৃষ্টিপাতে উজান থেকে নেমেআসা পাহাড়ি ঢলে জগন্নাথপুরে নতুন করেবন্যাকবলিত হয়ে পড়েছে বিভিন্ন গ্রাম

জানা যায়, গত ২৪ জুন জগন্নাথপুরে প্রথম দফায়বন্যা হয় গত ১১ জুলাই ফের ২য় দফা বন্যায়উপজেলার কলকলিয়া, চিলাউড়াহলদিপুর, রানীগঞ্জ, সৈয়দপুরশাহারপাড়া, আশারকান্দি জগন্নাথপুর পৌরসভার একাংশের প্রায় ৬০ গ্রামেরমানুষ পানিবন্দি হয়ে পড়েন বন্যায় তলিয়ে যায়অসংখ্য রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্যাকাঁচাঘরবাড়ি বন্যা ভেসে গেছে অনেক ফিসারিরমাছ এরমধ্যে গত রোববার থেকে গতকাল পর্যন্তঅব্যাহত বৃষ্টিপাতে পাহাড়ি ঢলে উপজেলারনদনদী হাওরের পানি ফুলেফেঁপে উঠেছে

হাওরাঞ্চলের দাসনাগাঁও গ্রামের কৃষক গ্রেমানন্দদাস জানান, টানা দুইদফা বন্যার মাঝে আবারওবন্যার পানি বেড়েছে সোমবার রাতে বসতঘরেপানি ওঠে যাওয়াতে পরিবার পরিজন চারটিগবাদিপশু নিয়ে আমি আমার এক আত্মীয় উচুঁবাড়িতে আশ্রয় নিয়েছি

স্থানীয় ইউপি সদস্য রনধীর কান্ত দাস নান্টুবলেন, ফের বন্যার কারণে শতাধিক পরিবারতাঁদের আত্মীয় স্বজনদের উচুঁ বাড়িতে এবং আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন দুর্গত মানুষ বন্যারদুর্ভোগে আছেন

কলকলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্তচেয়ারম্যান আব্দুল হাসিম বলেন, দুই দফা বন্যারদুর্ভোগ কেঁটে ওঠার আগেই আবারও তৃতীয় দফাবন্যার শঙ্কা দেখা দিয়েছে মানুষ আশ্রয়ের খোঁজেছুঁটছে তিনি জানান, কলকলিয়া ইউয়িনেরবিভিন্ন গ্রামের পাঁচ শতাধিক বসতবাড়িতে পানিওঠেছে

উপজেলা ত্রাণ দুর্য়োগ (পিআইও) অফিসের সহকারি প্রকৌশলী সাইফুদ্দিন বলেন, জগন্নাথপুরে ২৫টি আশ্রয় কেন্দ্রে খোলা হয়েছেএরমধ্যে গতকাল পর্যন্ত ৯৩টি পরিবার বিভিন্নআশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এসিল্যান্ড(ভূমি) ইয়াসির আরাফাত বলেন, গত দুইদিনেজগন্নাথপুরে পানি বেড়েছে আমরা সার্বিকপরিস্থিতি পর্যবেক্ষণ করছি

 

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com