বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ঈদের দিন যত ঘনিয়ে আসতে ততই সড়কে বাড়ছে যানবাহনের চাপ। ফলে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তীব্র যানজট সৃষ্টি হয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন জনসাধারণ।
বৃহস্পতিবার দুপুরে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়,শহরের নলজুর নদীর ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ ডাকবালো সেতুর প্রবেশপথ পশ্চিমপাড় থেকে পূর্বপাড়ের জগন্নাথপুর বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় পর্যন্ত প্রায় ৫০০ ফুট লম্বা দীর্ঘ যানজট সৃষ্টি হয়। শহরের প্রধান খাদ্যগুদামের পাশের পুরোনো সেতুটি ভেঙে নতুন সেতুর কাজ চলমান থাকায় গত দুই বছর ধরে ডাকবালোর সেতুর ওপর যানবাহনের প্রচণ্ড চাপ বাড়ছে। তবে এ সেতু দিয়ে এক মুখী চলাচলের নিয়ম থাকলেও মোটরসাইকেলসহ অনেক সময় ছোট যান নিয়ে পারাপারের হতে গিয়ে মারাত্মক জট বাঁধে। অপরদিকে সদরের হেলিপ্যান্ড এলাকায় বিকল্প বেইলি সেতু এলাকাও তীব্র যানজট দেখা গেছে। এছাড়াও শহরের প্রধান সড়ক জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক সড়কের পৌর পয়েন্ট, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মোড়, ইকড়ছই মাদরাসা পয়েন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দিনের অধিকাংশ সময় যানজটের দুর্ভোগে পড়েন লোকজন।
স্থানীয় বাসিন্দা আলী হোসেন বলেন, ঈদের ঘন ঘনিয়ে আসার সাথে সাথে যানবাহনের চাপ বেড়েছে। এরমধ্যে উপজেলার প্রধান সেতুর কাজ ২ বছর ধরে শেষ না হওয়ায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। তারমধ্যে অবৈধবাহনে অপ্রাপ্ত ও অদক্ষ চালকের দৌরাত্ম্যতে কারণে জট লাগার আরেকটি বড় সমস্যা।
ফজলু মিয়া নামের আরেক নাগরিক বলেন, সড়কে শৃঙ্খলা ফেরানোর দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের অধিকাংশ সময় যানজটের সময় পাওয়া যায় না। তাঁরা বেশি ব্যস্ত থাকে দূরবর্তী এলাকা থেকে আসা মালামাল বহণকারী যানবাহনের দিকে। ওই সব যানবাহনের চালকের নিকট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে অনেক পুরোনো।
জগন্নাথপুরে দায়িত্বরত ট্রাফিক জয়নাল আবেদীন অভিযোগ অস্বীকার বলেন, আমরা নিষ্ঠার সঙ্গে দায়িত্বপালন করছি।
ঈদের সময় লোকজনের সমাগমের কারণে যানবাহনের চাপ বাড়ে। আমরা জনদুর্ভোগ কমাতে কাজ করছি।