স্টাফ রিপোর্টার:: শনিবার থেকে জগন্নাথপুরে শুরু হচ্ছে তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা। দিন বদলের বাংলাদেশ, ফলবৃক্ষে ভরবো দেশ, বসত বাড়ির আশে পাশে ভরে দেব ফল চাষে, আবাদী জমির স্বাস্থ্য জেনে বীজ বুনিও সময় জেনে, দেশী ফলের করব চাষ সুখে থাকব বার মাস, বীজ সার সেচ যতœ এই চারে হয় রতœ স্লোগান নিয়ে কৃষি সম্প্রসারন অধিদপ্তর জগন্নাথপুর উপজেলার উদ্যোগে ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার আয়োজন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি । উপজেলা কৃষি অফিসার মো: আসাদুজ্জামান জানান, সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথির স্টল পরিদর্শন ও শুভ উদ্বোধন ঘোষনা, সকাল পৌনে ১১টায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ফলদ বৃক্ষরোপন বিষয়ক আলোচনা ও সেমিনার অনুষ্টিত হবে। মেলায় কৃষি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন জাতের চারা প্রর্দশন করা হবে।