স্টাফ রিপোর্টার:: বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারী এসোসিয়েশন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে জগন্নাথপুর উপজেলার তিন ইউনিয়ন পরিষদের সচিবকে অবসরকালীন বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান,উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম,সমবায় অফিসার দেলোয়ার হোসেন,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়। উপজেলা নির্বাহী অফিসের সার্টিফিকেট সহকারী নুরুল আমীনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল গফুর। সংবর্ধিত ব্যক্তির বক্তব্য রাখেন,বিদায়ী ইউনিয়ন পরিষদের সচিব বিনয় ভূষণ তালুকদার,মোঃ সঞ্জব আলী, নরেশ চন্দ্র দাস, সচিবদের পক্ষে বক্তব্য রাখেন,কলকলিয়া ইউনিয়ণ পরিষদের সচিব সামসুল আলম,উদ্যোক্তাদের মধ্যে মীরপুর ইউনিয়নের উদ্যোক্তা সুফিয়ান আহমদ প্রমুখ।