স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২৬ জন ও মাধ্যমিক বিদ্যালয়ের ২ জনসহ মোট ২৮জন শিক্ষক শিক্ষিকা কে তিনদিন ব্যাপি কম্পিউটার প্রশিক্ষণ আজ শনিবার শেষ হয়েছে। এতে প্রশিক্ষকদের দায়িত্বে ছিলেন উপজেলার রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, হাছনফাতেমাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ চন্দ্র তালুকদার, ছিরামিশী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক, এরালিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহীদুল ইসলাম, অরুণোদয় বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহফুজুল ইসলাম ও উপজেলা টেকনিশিয়ান অরূপ সরকার।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার থেকে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ শুরু হয়।
Leave a Reply