স্টাফ রিপোর্টার:; সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষন ল্যাব স্থাপন প্রকল্পের আওতায় ২০১৭-২০১৮ অর্থ বছরের চুড়ান্ত তালিকায় জগন্নাথপুর উপজেলায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠান কম্পিউটার ল্যাব স্থাপনের জন্য মনোনীত হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো জগন্নাথপুর উপজেলার উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান শাহজালাল মহাবিদ্যালয়,মাদ্রাসা ক্যাটাগরিতে ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয় ক্যাটাগরিতে আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়।
ইকড়ছই সিনিয়র মাদ্রাসার শিক্ষক সাইফুল ইসলাম রিপন বলেন, তথ্য প্রযুক্তির প্রসারে ডিজিটাল বাংলাদেশ গড়তে এ কম্পিউটার ল্যাব গুরুত্বপুর্ণ ভুমিকা রাখবে। তিনি স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান ও আইটিসির মহাপরিচালক বনমালী ভৌমিক কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
শাহজালাল মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ মতিন বলেন, সুনামগঞ্জ জেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠান চুড়ান্ত তালিকায় মনোনীত হয়েছে। তারমধ্যে আমাদের কলেজসহ জগন্নাথপুর উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠান মনোনীত হওয়ায় আমরা আনন্দিত। তিনি এজন্য স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান ও আইটিসির মহাপরিচালক বনমালী ভৌমিক এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
Leave a Reply