স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব কর্মসূচি পালন করা হয়েছে।
আজ সোমবার জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কুইজ প্রতিযোগিতা, বই পড়া কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া, উপজেলা তথ্য যোগাযোগ ও প্রযুক্তি অতিদপ্তরের সহকারি প্রোগ্রাম আশীষ চক্রবর্তীসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।