আজহারুল হক ভূঁইয়া শিশু:: জগন্নাথপুরে দুই দিন ব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উদ্বোধন হয়েছে। শুক্রবার সকালে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির আনুষ্ঠানিকভাবে উপজেলা সদরের জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেলা ও ইন্টানেট সপ্তাহের উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রফিকুল ইসলাম। উপজেলা টেকনিশিয়ান অরূপ সরকারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অরূপ রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) জয়নাল আবেদীন, ইসহাকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুজ জাহের, জগন্নাথপুর আর্দশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক। এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের নিজামুল হক, রানীগঞ্জ ইউনিয়নের উদ্যোক্তা সিন্ধুমনি,পাটলী ইউনিয়নের উদ্যেক্তা আকবর আলী, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের উদ্যেক্তা সৈয়দ মোস্তাক আহমদ, মীরপুর ইউনিয়নের সুফিয়ান আহমদ, আশারকান্দি ইউনিয়নের মনির আহমদ ও কলকলিয়া ইউনিয়নের উদ্যোক্তা সোমা রানী দাস ও আলী নুর প্রমুখ । মেলায় কলকলিয়া, পাটলী,মীরপুর,চিলাউড়া-হলদিপুর,রানীগঞ্জ,সৈয়দপুর শাহারপাড়া,আশারকান্দি,পাইলগাঁও ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্রের ষ্টলের পাশাপাশি জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়,ইসাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়, ছিরামশি সরকারি প্রাথমিক বিদ্যালয়,হক মোবাইল সেন্টার, একটি বাড়ি একটি খামার এর ষ্টল রয়েছে। এছাড়াও মেলার মিডিয়া পার্টনার জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম এর ষ্টল রয়েছে। মেলায় ডিজিটাল প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহারের বিভিন্ন বিষয় মেলায় অাগত দর্শনার্থীদের অবহিত করা হয়। রয়েছে ফ্রি ইন্টারনেট ব্যবহারের সুবিধা। শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত মেলা চলবে।
Leave a Reply