৩য় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে সুনামগঞ্জের জগনন্নাথপুর উপজেলায় র্যালি ও কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেট শেয়ার পরে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বরপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণেই এসে শেষ হয়। পরে উপজেলা সদরের কয়েক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে ‘আমাদের চোখে ‘ডিজিটাল বাংলাদেশ শীর্ষক’ চিত্রাঙ্কন ও ডিজিটাল বাংলাদেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
পরে সন্ধ্যার দিকে পরিষদ চত্ত্বরে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও উপজেলা তথ্য সেবা কেন্দ্রের (তথ্যআপা) কর্মকর্তা লুফিয়া জান্নাতের পরিচালনায় পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমী সুপার ভাইজার অরূপ রায়, এসআই লুৎফুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন প্রমুখ।