স্টাফ রিপোর্টার::জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় উপজেলা সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসানকে শ্রেষ্ট চেয়ারম্যান মনোনীত করা হয়েছে। মঙ্গলবার মেলার সমাপনী দিনে তথ্য প্রযুক্তিতে অবদানের জন্য বিভিন্ন পুরস্কারের ক্যাটাগরিতে ইউপি চেয়ারম্যান হিসেবে ৭ নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসানকে মনোনীত করা হয়। জগন্নাথপুর উপজেলার ইউএনও মোহাম্মদ হুমায়ুন কবির এ ঘোষনা দেন। উল্লেখ্য চেয়ারম্যান আবুল হাসান যুক্তরাজ্যে অবস্থান করায় তাঁর পক্ষে পুরস্কার গ্রহণ করা হয়েছে। এদিকে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান শ্রেষ্ট চেয়ারম্যান মনোনীত হওয়ায় সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মুহিবুল ইসলামসহ পরিষদের সদস্যরা তাকে অভিনন্দন জানিয়েছে।
Leave a Reply