স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব দেবজিৎ সিংহ বলেছেন, বাংলাদেশ এখন স্বর্ণযুগ অতিবাহিত করছে। দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশী মানুষ কর্মক্ষম হিসেবে কাজ করছে। একটি জাতির জীবনে এরকম সুযোগ একবারই আসে। বাংলাদেশের মানুষ এখন কর্মক্ষম হয়ে বিভিন্ন সেক্টরে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এছাড়াও তথ্য প্রযুক্তির দিক দিয়ে বাংলাদেশ অনেক অনেক এগিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে দেশের তরুণ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, ডিজিটাল উদ্ভাবনীর মাধ্যমে আমরা নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে বাস্তবজীবনে উপকৃত হচ্ছি। তাই ডিজিটাল অগ্রযাত্রার সাথে সবাইকে সম্পৃক্ত থেকে উদ্ভাবনী শক্তি সঞ্চয় করে প্রতিযোগীতার বিশ্বে নিজেদেরকে প্রতিদ্বন্ধি করে তুলতে হবে। তিনি আজ সোমবার জগন্নাথপুর উপজেলা প্রশাসন আয়োজিত দুই দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও শ্রীরামসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিকের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়,সৈয়দপুর সৈয়দিয়া সামছিয়া মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ রেজওয়ান আহমদ, শ্রীরামসি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ হাজের আলী, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল কাইয়ুম মশাহিদ,জগন্নাথপুর আর্দশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক,ইউনিয়ন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যেক্তা সৈয়দ মোস্তাক আহমদ। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সরকারি কলেজের পোগ্রামার নিজাম উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার,জগন্নাথপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন্ত কুমার সিংহ, উত্তরা ব্যাংক ম্যানেজার শহিদুল ইসলাম, ব্যাংক এশিয়ার ম্যানেজার তারেক কবির প্রমুখ উপস্থিত ছিলেন। মেলায় ২৪টি ষ্টল রয়েছে। পরে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব দেবজিৎ সিংহের হাতে ক্রেষ্ট তুলে দেন ইউএনও মোহাম্মদ হুমায়ুন কবির।
Leave a Reply