স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: এটিএম শাফায়েত সামস রকির চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
রোববার মোবাইল ফোনটি উদ্ধার করার পর জগন্নাথপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান উদ্ধারকৃত মোবাইলটি মালিক ডা: এটিএম শাফায়েত সামস রকির হাতে হস্তান্তর করেন।
পুলিশ জানায়, গত ২০ সেপ্টেম্বর ডা: এটিএম শাফায়েত সামস রকির ব্যবহিত মোবাইলটি নিজ চেম্বার থেকে চুরি হওয়ার ঘটনা উল্লেখ্য করে জগন্নাথপুর থানায় একটি সাধারণ ডায়রি করেন। এর প্রেক্ষিতে জগন্নাথপুর থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. সুহেল তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মোবাইলটি উদ্ধার করেন। পরে তা নিজ মালিককে বুৃঝিয়ে দেওয়া হয়। চুরির বিষয়টি প্রমাণিত না হওয়া কাউকে আটক করা হয়নি।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম-কে বলেন, উদ্ধারকৃত মোবাইল ফোনটি ডাক্তার রকিকে বুঝি দেওয়া হয়েছে।