আজিজুর রহমান আজিজ : আবারও দখলের পায়তারা চলছে জগন্নাথপুর পৌর সদরে অবস্থিত টিএন্ডটি অফিসের সামনের জায়গা। ইতিমধ্যে দখলকারীরা বাশের বেড়া তুলে ফুটপাতের দোকান বসানোর প্রচেষ্ঠা শুরু করে দিয়েছেন। অভিযোগ উঠেছে টিএন্ডটির এক কর্মচারৗ ও বাজারের তদারক কমিটির যোগসাজসে রাতের আধারে উচ্ছেদ অভিযানে উচ্ছেদ হওয়া জায়গা পুনরায় দোকান বসানোর কাজ শুরু করা হয়। এদৃশ্য দেখে পৌরবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে বেশ কিছু দিন ধরে একটি চক্র
টিএন্ডটি অফিসের সামন দখলে নিয়ে চা স্টল, কাপড়ের দোকানসহ প্রায় ২০/২৫ টি ফুটপাতের দোকান বসিয়ে মাসোয়ারা টাকা আদায় করছে। এসব অভিযোগের প্রেক্ষিতে ৩ মাস আগে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ূন কবিরের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযানে এসব ফুটপাতের দোকান উচ্ছেদ করা হলেও পৌরবাসীর মধ্যে আনন্দ দেখা দেয়। হঠাৎ করে ওই চক্র রাতের আধারে বাঁশের বেড়া সরিয়ে নিয়ে সারিবদ্ধভাবে কাঠের চৌকি বসিয়ে আবারো টিএন্ডটি অফিসের সামন দখল করে দোকান বসানোর চেস্ঠা শুরু করে। এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ূন কবির জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বলেন, ওই জায়গা শহরের যানজট ও সৌন্দয্যের স্বার্থে দখলমুক্ত রাখতে হবে। প্রয়োজনে আবারও ভ্রাম্যমান আদালত বসিয়ে উচ্চেদ করা হবে।