স্টাফ রিপোর্টার::
ঝড়-বৃষ্টি ও বজ্র ধ্বনি উপেক্ষা করে পবিত্র ঈদুল আজহার জামাত জগন্নাথপুর উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৭ জুন) সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে উপজেলার প্রায় পাঁচ শতাধিক মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
জামাত শেষে আল্লাহ বাব্বুল আলামিনের দরবারে দেশ ও বিশ্ববাসীর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে।
এদিকে রোববার দিবাগত মধ্যরাত থেকে উপজেলায় ঝড় ও ভারী বৃষ্টিপাত শুরু হয়। সেই সঙ্গে ছিল বজ্র। তবে বৈরী আবহাওয়া উপেক্ষা করে মুসলিম ধর্মালম্বীরা
মসজিদে ছুঁটে গিয়ে ঈদের জামাত আদায় করেন।তবে অব্যাহত বৃষ্টির কারণে কোরবানির কার্যক্রমে দুর্ভোগে পড়েছেন কোরবানি দাতারা।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি আমিনুল ইসলাম বলেন, ঝড় বৃষ্টি উপেক্ষা করে জগন্নাথপুরে শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত সম্পন্ন হয়েছে। তিনি জগন্নাথপুরবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।