Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ঝড়ে উপড়ে পড়ে খুঁটি, বিচ্ছিন হয়ে যায় বিদ্যুৎ, শ্রমিক সংকটে বিঘ্নিত ঘটছে কাজে

স্টাফ রিপোর্টার::
আজ সোমবার সকাল ১০টার দিকে বিদ্যুতের ৩৩ হাজার কেভি লাইনের একটি খুঁটি উপড়ে পড়ে। বিচ্ছিন হয়ে যায় জগন্নাথপুরে বিদ্যুৎ সরবরাহ। খুঁটি পূর্নস্থাপনের জন্য কাজের লোক হিসেবে শ্রমিক মিলেনি। ফলে প্রায় সাত ঘন্টা বিদুৎহীন হয়ে পড়েন এলাকাবাসি। পরে স্থানীয় বিদ্যুৎ অফিসের তিন চার লোক দিয়ে খুঁটি স্থাপন করে বিকেল ৪টার দিকে বিদ্যুৎ সংযোগ দেয়া হলেও ঘন্টাখানিক পর আবার বিদ্যুৎ বিভ্রাট ঘটে। এরপর সন্ধ্যা ৭টার দিকে বিদ্যুতের দেখা মিলে।

বিদ্যুৎ অফিস সুত্র জানায়, আজ প্রচণ্ড ঝড় বৃষ্টি উপজেলার ওপর দিয়ে বয়ে যায়। এসময় ঝড়ে সিলেট থেকে জগন্নাথপুরে আসা বিদ্যুতের ৩৩ হাজার কেভি লাইনের জগন্নাথপুর পৌরসভার হবিবপুর এলাকায় একটি খুঁটি উপড়ে। এতে জগন্নাথপুরে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়।

জগন্নাথপুর উপজেলা আবাসিক ( বিদ্যুৎ) প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ বলেন, করোনাভাইরাস পরিস্থিতির কারণে তীব্র কাজের শ্রমিক সংকট দেখা দিয়েছে। যে কারণে কাল বৈশাখী ঝড়ে বিদ্যুতোর ক্রুটি দেখা দিলে লোক সংকটের জন্য সমস্যা সমাধানে বিঘ্নিত হচ্ছে।

Exit mobile version