Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে জোরপূর্বক বিয়ে দেয়ার অভিযোগে ব্রিটিশ তরুণী উদ্ধার

স্টাফ রিপোর্টার:: মেয়ের অমতে বাবা-মা জোর করে মেয়ের বিয়ে ঠিক করেন বিষয়টি মেয়েটি মেনে না নিয়ে ব্রিটিশ হাইকমিশনকে জানিয়ে সহযোগীতা কামনা করলে হাই কমিশনের লোকজন মেয়েটিকে বাবা-মায়ের কাছ থেকে তুলে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায়। জানা গেছে, জগন্নাথপুর পৌর শহরের এনায়েত নগর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মল্লিক হামদু মিয়া বেশ কিছু দিন আগে তাঁর পরিবারের লোকজনকে নিয়ে দেশের বাড়িতে বেড়াতে আসেন। দেশে এসে তিনি তাঁর ভাই মল্লিক রফু মিয়ার ছেলে মল্লিক জাকির হোসেনের (২৫)এর সাথে তাঁর ব্রিটিশ তরুণী কন্যা রোকসানা বেগমের (১৭) বিয়ে ঠিক করেন। মেয়ের অমতে জোর করেই চলছিল বিয়ের আয়োজন। আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে সে বিয়ের দিনক্ষন ঠিক হয়। ব্রিটিশ তরুনী বিষয়টি গোপনে যুক্তরাজ্য হাইকমিশনকে জানালে
বুধবার জগন্নাথপুর থানা পুলিশের সহযোগীতায় ব্রিটিশ হাই কমিশনের একটি প্রতিনিধিদল মল্লিক রফু মিয়ার বাড়ি থেকে ওই ব্রিটিশ তরুণীকে উদ্ধার করে হাই কমিশনের জিন্মায় নিয়ে যায়। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মুরসালিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্রিটিশ মেয়েটির অমতে বিয়ের আয়োজন করায় মেয়েটি ব্রিটিশ হাই কমিশনে অবহিত করলে ঢাকা থেকে একটি প্রতিনিধিদল আমাদের সহযোগীতায় মেয়েটিকে উদ্ধার করে নিয়ে গেছে। তাকে লন্ডনে পাঠিয়ে দেয়া হবে।

Exit mobile version