Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে জেলা প্রশাসক- বাঁধের কাজে অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না

সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের নেতৃত্বে ৫টি গ্রুপে গতকাল সোমবার জগন্নাথপুরে হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধের ৪৫টি প্রকল্প সরেজমিনে পরিদর্শন শেষে সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ তদারক কমিটির সভাপতি মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, স্হানীয় সরকার সুনামগঞ্জের পরিচালক এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফুল ইসলাম, হাওর বাচাঁও আন্দোলনের জগন্নাথপুর উপজেলা কমিটির আহবায়ক সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সহকারী কমিশনার হাসান আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জহিরুল ইসলাম, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলেছুর রহমান প্রমুখ।

সভায় পরিদর্শন কর্মকর্তারা বেড়িবাঁধের বাস্তব চিত্র তুলে ধরেন। এরপর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, হাওরের ফসলরক্ষা বেড়িবাঁধের কাজে কোন ধরনের অনিয়ম দুর্নীতি বরদাশত করা হবে না। আমরা সরকারের নির্দেশনায় মাঠে কাজ করছি। তিনি জানান, এখন পর্যন্ত কোন প্রকল্পে সঠিকভাবে কোন কাজ হয়নি। তিনি প্রকল্পের সভাপতি ও সদস্য সচিবদেরকে দ্রুত সঠিকভাবে প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ দেন। সঠিকভাবে কাজ না করা হলেও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, জনগণের টাকা কোন ভাবে অপচয় করতে দেওয়া হবে। তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করতে। তিনি প্রকল্প বাস্তবায়ন কমিটির দায়িত্বশীলদেরকে বলেন, নীতিমালা অনুযায়ী কাজ বাস্তবায়ন না হলে মামলা হবে।কাজ ফাঁকি দিয়ে বিল নিয়ে যাবেন তা হতে পারে না।
পানি উন্নয়ন বোর্ড জগন্নাথপুর উপজেলা কার্যালয় সূত্র জানায়, এবার ৪৫টি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনের মাধ্যমে ৪২.৩১০ কিলোমিটার বেড়িবাঁধের কাজ হবে। এই কাজের জন্য বরাদ্দ দেয়া হয়েছে তিন কোটি টাকা। গত ১৫ ডিসেম্বর থেকে কাজ শুরু হয়। আগামী ২৮ ফেরুয়ারী বাঁধের কাজ শেষ করার নির্ধারিত সময়।

Exit mobile version