সুনামগঞ্জের জগন্নাথপুরে জুয়ার আসর বসানোর অভিযানে মোরগ লড়াইয়ের প্রতিযোগিতার আসর পণ্ড করে দিয়েছে।
গতকাল শনিবার দুপুরে উপজেলার মিরপুর ইউনিয়নের মিরপুর গ্রামে এই আসর পণ্ড করা হয়।
জানা যায়, মিরপুর গ্রামের আব্দুর নুর গংরা মোরগ লড়াইয়ের প্রতিযোগিতার আয়োজন করে। এই আসরটি জুয়ার আসরে পরিনত হয় এমন অভিযোগ পেয়ে সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহমুদুল হাসান চৌধুরীর নেতৃত্বে জগন্নাথপুর থানার একদল পুলিশ ঘটনাস্থলে পুলিশ আসরটি বন্ধ করে দেয়। এসময় পুলিশের উপস্থিতির টের আয়োজনকারীরা পালিয়ে যায়।
সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহমুদুল হাসান চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, মোরগ লড়াইয়ের আড়ালে জুয়ার আসর বসানোর অভিযোগ আসরটি আমরা প- করেছি।