স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে জুয়ার আসর থেকে ৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার গ্রেপ্তারকৃত জুয়াড়িদের সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়।
এরআগে গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মকবুলাবাদ গ্রামের ফারুক মিয়ার বসতবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় জুয়ার আসর থেকে এক লাখ ৩০ হাজার ৭২০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মকবুলাবাদ গ্রামের ফারুক মিয়ার ছেলে সাদিক মিয়া (৩১), রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের মৃত মিসকন্দর আলীর ছেলে আমির হোসেন (৫২), জগন্নাথপুর বড় দিঘীরপাড় এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে রোজন মিয়া (৪০), মিরপুর ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের মনু মিয়ার ছেলে সুমন মিয়া (৩১), লোহারগাঁও গ্রামের মৃত আব্দুর নূরের ছেলে রাজু মিয়া (২২), ছাতক উপজেলার পূর্ব বসন্তপুর গ্রামের ছিদ্দিক আলীর ছেলে দিলদার হোসেন (২৮), হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার হরিনগর (বাগাউড়া) গ্রামের মৃত ছন্তর মিয়ার ছেলে ছুরত মিয়া (৫০) ও একই উপজেলার দীঘলবাক গ্রামের আলকাছ উল্লার ছেলে সানকার মিয়া (৪৩)।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, জুয়াড়িদের বিরুদ্ধে থানার উপপরিদর্শক (এসআই) রফিজুল মিয়া বাদী হয়ে মামলা করেন। পরে জুয়াড়িদের সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়।