সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য যুবলীগ নেতা সাহাবউদ্দিন (৪৮)কে গ্রেফতার করা হয়েছে। তিনি শ্রীরামসী গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে ।
আজ মঙ্গলবার বিকেলে জগন্নাথপুর থানার একদল পুলিশ মিরপুর ইউনিয়ন পরিষদের সামন থেকে তাকে গ্রেফকার করে।
পুলিশ জানায়, নাগরিক সার্টিফিকেট জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ছিলেন ইউপি সদস্য সাহাবউদ্দিন।
আজ গোপন সংবাদের ভিত্তিত্বে জগনন্নাথপুর থানার এএসআই শাহিন আহমদসহ একদল পুলিশ তাকে গ্রেফতার করে।
জগন্নাথপুর থানার এএসআই শাহিন আহমদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ইউপি সদস্য শাহাবউদ্দিনের বিরুদ্ধে জিআর ২৪/১৫ এর জালিয়াতি মামলার ওয়ারেন্টের আসামী। অনেক আগে তাঁর বিরুদ্ধে ওয়ারেন্ট ছিলেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেফতারকৃতকে কাল বুধবার আদালতে পাঠানো হবে।