স্টাফ রির্পোটার :: জগন্নাথপুর উপেজলার সৈয়দপুর –শাহারপাড়া ইউনিয়নের মাগুরা প্রিমিয়ারলীগ ২০১৬ ক্রিকেট টুর্ণামেন্ট এর অন্যতম টিম কিংস ইলেভেন স্টার্স সৈয়দপুর এর অফিসিয়াল জার্সি ও লগো/ টুর্নামেন্ট জার্সি উম্মোচন করা হয়েছে। শুক্রবার যৌথভাবে উদ্বোচন করেন স্পোন্সোরশীপ সৈয়দপুর যুব পরিষদ ইউকের সভাপতি সৈয়দ আফফান আহমদ, টিম মালিক ও আলোকিত সমাজ কল্যাণ সংস্থা’র সভাপতি সৈয়দ হাফিজ উদ্দীন, জগন্নাথপুর ক্রিকেট এসোসিয়েশন এর সভাপতি তফজ্জুল হক সুমন।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা ক্রিকেট ক্লাবের সভাপতি সৈয়দ হিলাল আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ হাবিল আহমদ, সৈয়দপুর বয়েজ ক্লাবের সভাপতি সৈয়দ মিজান মিয়া, ইউনাইটেড সোসাল ডেভেলাপমেন্ট এর সভাপতি সৈয়দ আয়েশ মিয়া, সমাজ সেবক আনছার আলী, সুজেল মিয়া, সৈয়দ জামিল আহমদ, সৈয়দ নবিন আহমদ, টিম অধিনায়ক আবিদ মল্লিক সহ সকল খেলোয়ারবৃন্দ।