স্টাফ রিপোর্টার:; জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে জামেয়া মন্তাজিয়া দারুল উলুম কামারখাল এর ২০১৬ সালের মমতাজ হাজী মন্তাজ এ প্লাস শিক্ষার্থী ও মাদ্রাসার সভাপতি মোবারক আলী দেশে আগমন উপলক্ষে সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিতত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোবারক আলী। মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হামিদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর ব্রিট্রিশ বাংলা এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ আহাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি আলহাজ্ব মোঃ ইউনুস মিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ছাতকের এলঙ্গি মডেল হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি ময়না মিয়া,প্রবীণ মুরব্বী আরশ আলী, আব্দুল গনি,মাদ্রাসা শিক্ষক হেলাল আহমদ, ছালেহ আহমদ,মাসুদ আহমদ,আজিজুর রহমান,আব্দুল আহাদ,মঈন উদ্দিন,কামাল মিয়া প্রমুখ। সভায় এ প্লাস প্রাপ্ত চারজন শিক্ষার্থীদের মধ্যে নগদ ছয়শত টাকা করে ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত ২০জন শিক্ষার্থীদের একশত টাকা করে প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ আহাদ ও বিশেষ অতিথি ট্রাস্টি হাজি ইউনুস মিয়া মাদ্রাসার উন্নয়নে এক লাখ টাকা করে প্রদানের ঘোষনা দেন। সভায় বক্তারা শিক্ষার উন্নয়নে প্রবাসীদের অবদানের প্রশংসা করে বলেন, প্রবাসীরা দেশের আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি শিক্ষার উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করছেন। তাই শিক্ষাবান্ধব প্রবাসীদের অবদান এলাকাবাসী স্মরন রাখবে।
Leave a Reply