Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জের
জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার পৌরএলাকার হাসপাতাল পয়েন্টে এলাকায় একটি কমিউনিটি  সেন্টারে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন এর পরিচালনায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-৩ আসনের জামায়াতে ইসলামীর দলীয়  মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ইয়াসীন খান, বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় জমিতে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা জয়নাল আবেদিন, খেলাফত মজলিসের জগন্নাথপুর উপজেলার সেক্রেটারি সাইফুর রহমান সাজাওয়ার প্রমুখ। এসময় জমিয়তে উলামায়ে ইসলামের জগন্নাথপুর উপজেলা সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, উপজেলা জামায়াতের নায়বে আমীর মাওলানা দরছ উদ্দিন, পৌর জামায়াতের সভাপতি আ হ ম ওয়ালী উল্লা, উপজেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্ম পরিষদ সদস্য মাস্টার মো, আবু তাইদ, মো, আব্দুল কাইয়ুম, দিলওয়ার হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ি, সাংবাদিক ও পেশাজীবি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Exit mobile version