Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

স্টাফ রির্পোটার : জগন্নাথপুর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে র‌্যালি অনুষ্টিত হয়। পরে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে ও উপজেলা বিআরডিবি প্রকল্প কর্মকর্তা কে,এম আব্দুস শাহেদের পরিচালনায় এক সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান মজলুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, আওয়ামীলীগ নেতা আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান, এস,আই অনির্বান বিশ্বাস।মৎস্যজীবির পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ আলাল মিয়া, মোঃ কবীর মিয়া, উপেন্দ্র দাস প্রমুখ। এর পূর্বে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

Exit mobile version