স্টাফ রির্পোটার :: জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে সোমবার জগন্নাথপুর উপজেলা আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী অধিদপ্তরের উদ্যোগে র্যালি অনুষ্টিত হয়। র্যালিটি স্থানীয় বিদ্যুৎ অধিদপ্তরের সামন থেকে বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিনে শেষে উল্লেখিত স্থানে এসে শেষ। হয়। এতে অংশ নেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর, উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) বিশ্বজিৎ পাল, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজলুল হক, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান আবুল হাসান, আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব খান, পাইলগাও ইউনিয়নের চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী জিন্নাত আলী প্রমুখ।
Leave a Reply