স্টাফ রিপোর্টার:: জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে জগন্নাথপুরে জাতীয় পার্টির উদ্যোগে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে জগন্নাথপুর-রাণীগঞ্জ সড়কে সুনামগঞ্জ জেলা জাপা’র সদস্য ডাঃ আছকির খানের সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা জাপা নেতা হারুন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদসভায় বক্তব্য রাখেন- জাপা নেতা ছানুওয়ার হোসেন, আব্দাল মিয়া, আলী নুর, নজরুল ইসলাম, ফারুক মিয়া, সাইফুল আলম আহার, এরশাদ মিয়া, দুদু মিয়া, ছালিক মিয়া, ডাঃ নুর আলী, নছির মিয়া প্রমূখ।
সভায় বক্তারা, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক সকল মামলা প্রত্যাহার করতে সরকারের প্রতি দাবী জানান।
এদিকে জগন্নাথপুর উপজেলা এরশাদমুক্তি পরিষদের আহ্বায়ক ফিরোজ রানা ও যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক এক বিবৃতিতে এরশাদের ওপর থেকে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে এক বিবৃতি দিয়েছেন।