Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে জাতীয় পার্টির উদ্যোগে ইফতার ও আলোচনাসভায় বক্তারা দেশের মানুষ আবারো পল্লীবন্ধু এরশাদের সেই স্বর্নযুগে ফিরে যেতে চায়

স্টাফ রিপোর্টার:: জাতীয় পার্টি জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনাসভা, ইফতার, ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। শনিবার জগন্নাথপুর বাজারের অভিজাত মিতালী রেস্টুরেন্ট এর হলরুমে ৫শতাধিক বিভিন্ন শ্রেনী পেশার লোকজন, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টি সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সাধারন সম্পাদক আ.ন.ম অহিদ কনা মিয়া বলেছেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৯বছরের শাষনামলে এদেশের গরীব দু:খী মেহনতি মানুষের কল্যানে কাজ করে গেছেন। তিনি এরশাদ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন গ্রামীন অবকাঠামোগত উন্নয়ন আর কোন সরকার করতে পারেনি। তাই এদেশের মানুষ আবারো পল্লী বন্ধু এরশাদের সেই স্বর্নযুগে ফিরে যেতে চায়। তিনি পল্লী বাংলার সবুজ শ্যামলীমা জনপদের উন্নয়নে পুনরায় জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারনের প্রতি আহবান জানিয়ে ইফতার মাহফিল আয়োজনকারী উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীকে অভিনন্দন জানান। জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি পৌর কাউন্সিলর খলিলুর রহমান খলিলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি সুনামগঞ্জ জেলার সাবেক যুগ্ম সম্পাদক ও জামালগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি এইচ এম ফারুক, ছাতক উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু লেইচ কাহার, জেলা জাতীয় পার্টি নেতা সাবেক ছাত্র নেতা সজ্জাদুর রহমান সাজু, জেলা জাতীয় পার্টি নেতা ফারুক মেনর, জেলা জাতীয় পার্টি নেতা সাজিদুর রহমান, জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টি নেতা বিশিষ্ট ব্যবসায়ী হাজি আব্দুস ছত্তার, জাতীয় পার্টি নেতা জগন্নাথপুর পৌরসভার সাবেক কমিশনার তাজুল ইসলাম সাচ্ছা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর নিউজ টুয়েন্টিফর ডটকমের সম্পাদক মো: আব্দুল হাই। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মুরসালিন, উপ-পরিদর্শক আব্দুস সালাম, জগন্নাথপুর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভুইয়া, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, জগন্নাথপুর টুয়েন্টিফর ডটকম সম্পাদক অমিত দেব, সুনামগঞ্জ প্রতিদিন প্রতিনিধি মো: আব্দুল ওয়াহিদ, জগন্নাথপুর নিউজ টুয়েন্টিফর ডটকমের প্রধান সম্পাদক আব্দুল আলিম, দৈনিক দিনকাল প্রতিনিধি হিফজুর রহমান তালুকদার জিয়া, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সেক্রেটারী দিলোয়ার হোসেন, জগন্নাথপুর নিউজ টুয়েন্টিফর ডটকমের স্টাফ রিপোর্টার বিপ্লব দেবনাথ, স্টাফ রিপোর্টার তাহের আল তামিম, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মতিউর রহমান, জাপা নেতা আব্দুশ শহিদ, আরব আলী, জাহিরুল ইসলাম ভূইয়া, আব্দুল কাহার, শামছুল ইসলাম, আরমান আলী, দুলন মিয়া, ফিরোজ আলী, মাসুক মিয়া, আব্দুল খালিক পুলিশ, পৌর জাপা নেতা শামছুল হক পীর, আব্দুর রউফ সারং, মনোফর আলী, মুক্তার আলী মড়ল, ছোরাব আলী, আপ্তাব আলী, উপজেলা যুব সংহতি সহ-সভাপতি আব্দাল মিয়া, সাংগঠনিক সম্পাদক আমির আলী, আব্দুস ছত্তার,শামছুল ইসলাম, তরুন পার্টি নেতা শাকিল আহমদ, রিপন মিয়া, কামরুল ইসলাম, রবিউল ইসলাম, এমদাদুল হক, ছাত্রনেতা রুহুল আমিন আহমেদ রাহিল প্রমূখ। ইফতার পূর্ব দোয়া পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম খান শিহাব। এদিকে আলোচনা সভা শেষে জেলা ও উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের সর্ব সম্মতিক্রমে হাজি আব্দুস ছত্তারকে আহবায়ক করে ২১সদস্য বিশিষ্ট জগন্নাথপুর পৌর জাতীয় পার্টির আহবায়ক কমিটি গঠন করা হয়।

Exit mobile version