স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল্ল্যাহ সিদ্দিকী বলেছেন, সাবেক রাস্ট্রপতি পল্লী বন্ধু হোসেইন মোহাম্মদ এরশাদ দেশ ও জাতীর কল্যানে কাজ করে যাচ্ছেন। দেশের সর্বোপরী উন্নয়নে জাতীয় পার্টির বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, অন্যায়, অত্যাচার ও জুলুমবাজদের প্রতিরোধে জাতীয় পার্টি সোচ্ছার রয়েছে। তিনি তৃনমূল পর্যায়ে দলীয় কার্যক্রমকে গতিশীল করে তুলতে জাতীয়পার্টি অঙ্গওসহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহবান জানান। রবিবার বিকেল ৩টায় উপজেলা সদরের কামাল কমিউনিটি সেন্টারে আয়োজিত কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আহসান হাবীব মইন, সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির অন্যতম সদস্য শেখ আসাদুজ্জামান জুবায়ের, সিলেট জেলা জাতীয় পার্টি নেতা সৈয়দ এনামুল হক পীর, যুক্তরাজ্য জাতীয় পার্টি নেতা ফখরুল ইসলাম সুহেল, সিলেট জেলা ছাত্র সমাজ নেতা ফয়জুল ইসলাম ফয়েজ।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি রমজান আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ডা: আছকির খানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির প্রবীন নেতা আশ্বাদ মিয়া, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম আহার, পাটলী ইউনিয়ন জাপা সভাপতি সুন্দর আলী, জাতীয় পার্টি নেতা আব্দুল হামিদ, আব্দুল বারিক, সুনামগঞ্জ জেলা যুব সংহতি নেতা মো: সফাত আলী, যুব সংহতি নেতা নজরুল ইসলাম প্রমূখ। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা জাতীয় পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম বুলবুল।