স্টাফ রিপোর্টার:: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। তাই বঙ্গবন্ধুর আর্দশ বাস্তবায়নের মাধ্যমে দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক তখনি একটি মহল দেশের বিরুদ্ধে ষড়ষন্ত্রে মেতে উঠেছে। তিনি শেখ হাসিনার নের্তৃত্বে জঙ্গিবাদ মোকাবিলা করে সুখি সমৃদ্ধ উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে একযোগে কাজ করে যাওয়ার আহ্বন জানান। তিনি ১৫ই জাতিয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বাংলাদেশ আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠন আয়োজিত আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে শোক দিবসের আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন এর সভাপতিত্ব ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রবীণ রাজনীতিবীদ নুরুল ইসলাম, যুক্তরাজ্য আওয়ামীলীগ সহ-সভাপতি হরমুজ আলী, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ,সহ-সভাপতি ছাব্বির আহমদ ছাবির, যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, পৌর আওয়ামীলীগ সভাপতি ডাঃ আব্দুল আহাদ,সেক্রেটারী ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সেক্রেটারী আবুল হোসেন লালন, উপজেলা যুবলীগ সহ-সভাপতি ফজরুল ইসলাম,উপজেলা যুবলীগ সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা শিক্ষক সাইফুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রলীগ নেতা শাহ সাহেদুর রহমান ও সাফরোজ ইসলাম, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া, অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলোওয়াত ও মোনাজাত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলান বদরুল ইসলাম।