স্টাফ রিপোর্টার-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিক উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যাগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন উপজেলা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনসহ বিভিন্ন শ্রেণিপেশার সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। পরে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারনীন আরা,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ