স্টাফ রিপোর্টার::
“জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন” এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে জনশুমারী ও গৃহগণনা প্রকল্পের মূল শুমারী কার্যক্রম বাস্তবায়নের লক্ষে শুমারী স্থানী কমিটির অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মিন্টু সরকারের পরিচালনায় সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর, কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মোখলেছুর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন প্রমুখ।