Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে জঙ্গি ও মাদকবিরোধী পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর থানা পুলিশের উদ্যোগে পরিবহন সেক্টরের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দের জগন্নাথপুর পৌরশহরের টিএনটি রোডস্থ বাস মালিক সমিতির কার্যালয়ে জঙ্গি ও মাদকবিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৩ ঘঠিকায় উপজেলা বাস মালিক সমিতির সভাপতি নিজামুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মঈন উদ্দিন। জগন্নাথপুর থানার কমিউনিটি পুলিশিং অফিসার এসআই সাইফুল আলমের পরিচালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর লেগুনা মালিক সমিতির সাধারন সম্পাদক মকবুল হোসেন ভূইয়া, বাস শ্রমিক সংগঠনের সাধারন সম্পাদক রেজন মিয়া লাইটেস শ্রমিক সমিতির সাধারন সম্পাদক রুনু মিয়া, ট্রাক শ্রমিক সমিতির সাধারন সম্পাদক মইনুল, সিএনজি অটোরিক্সা শ্রমিক সমিতির সভাপতি খেজর, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাধারন সম্পাদক জাহির উদ্দিন প্রমুখ।
সভায় পুলিশের পক্ষ থেকে মাদক এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্ছার হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি অত্র এলাকায় বহিরাগত ভাড়াটিয়াসহ সন্দেহজনক ব্যক্তিদের তথ্য থানায় জানানোর জন্য সবাইকে অনুরোধ করা হয়।
বক্তারা জগন্নাথপুরে মাদক ও জঙ্গিবাদের আস্থানা যেন সৃষ্টি না হতে পারে সেজন্য থানা পুলিশ কে সহযোগীতার আস্বাস ব্যক্ত করেন।

Exit mobile version