Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার-২

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনার মামলায় দুই আসামি কে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার জগন্নাথপুর থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলহাজতে পাঠিয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন, পৌরসভার ইকড়ছই এলাকার মৃত জমশেদ আলীর ছেলে সাহেল মিয়া ও একই এলাকার ধন মিয়ার ছেলে শিমুল মিয়া।

থানা পুলিশ জানান, গত ২৮ ডিসেম্বর রাতে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বাউধরণ গ্রামের নুরুল হক রানীগঞ্জ থেকে বাড়ী ফিরছিলেন। পথিমধ্যেই ছিনতাইকারীকে তার নিকট থেকে নগদ ১৪ হাজার টাকা ও দুইটি অ্যান্ড্রয়েড ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এঘটনায় নুরুল হক বাদি হয়ে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেন। যারপ্রেক্ষিতে পুলিশ সোমবার ভোরে আসামীকে বাড়ীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম বলেন, ছিনতাইয়ের ঘটনায় পুলিশ গ্রেপ্তারকৃতের কাছ থেকে নগদ সাত হাজার ও দুইটি অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করেছে।

Exit mobile version