Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ছাত্রলীগ ক্যাডারের গুলিতে গুলিবিদ্ধ যুবক ওসমানী হাসপাতালে

স্টাফ রিপোর্টার- পূর্ব বিরোধের জের ধরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বেতাউকা গ্রামে এক ছাত্রলীগ ক্যাডারের গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় বেতাউকা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ওই গ্রামের দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ ও মামলা মোকদ্দমা চলছিল। যার জের ধরে বেতাউকা গ্রামের বাসিন্দা সিলেট মহানগর ছাত্রলীগ নেতা আবুল কাশেম এর সাথে একই গ্রামের শাহাজাহান চৌধুরীর তুচ্চ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আব্দুল কাশেম পা লক্ষ্যে করে গুলি ছুড়লে গুলিতে একই গ্রামের শাহাজাহান চৌধুরী (৩২) গুলিবিদ্ধ হন। তাকে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসকরা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এনিয়ে গ্রামে উত্তেজনা বিরাজ করছে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।

Exit mobile version