Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ছাত্রলীগের পক্ষ থেকে কলেজ শিক্ষার্থীদের বরণ

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে জগন্নাথপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির নবাগত ছাত্র-ছাত্রীদের বরণ করা হয়েছে।গতকাল বুধবার সকালে কলেজে অনুষ্ঠিত ওয়ারেন্টিশন ক্লাসে তাদেরকে বরণ করা হয়।

কলেজ ছাত্রলীগ নেতা মাসুদ আহমেদের সভাপতিত্বে ও মাহদি হাসান নাহিদের পরিচালনায়
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক তাহা আহমেদ, অত্র কলেজের প্রভাষক বিজিত রঞ্জন দর, আব্দুর রউফ, আব্দুল বাতেন, অশেষ দেব।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মিটুন দেব, সাংগঠনিক সম্পাদক জুয়েল হুসাইন, রুহুল আহমেদ, কলেজ ছাত্রলীগ নেতা অসিম দেব, রাকিব আহমদ, নিসাত আহমেদ, ফয়সাল, তপু, রাজু, দবির, রাহিম প্রমুখ।

Exit mobile version