Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ছাত্রলীগের সভায় মন্ত্রী এম এ মান্নান-জঙ্গিবাদের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে

স্টাফ রিপোর্টার:: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে জঙ্গি তৎপরতা শুরু হয়েছে। যেকোন মুল্যে দেশ থেকে জঙ্গি হামলা নিমূল করতে হবে। এ জন্য তিনি দেশবাসীকে জঙ্গিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের পাশে থেকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাস নিমূলে বদ্ধপরিকর। গুলশানের ঘটনায় দেশবাসী মর্মাহত উল্লেখ করে বলেন,সরকার কঠোরহস্তে এসব পরিস্থিতি দমন করবে। তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের অতন্ত্র প্রহরির ন্যায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান। তিনি রবিবার জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের আয়োজনে গুলশানে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা ছাত্রলীগের সন্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি শাহ সাহেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুমেন আহমদ এর পরিচালনায় এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বি স্মরণ, বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী।অন্যানের মধ্যে বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সন্মেলন প্রস্তুত কমিটির সিনিয়র সহ-সভাপতি সাফরোজ ইসলাম মুন্না,আজমল হোসেন মিটু,যুগ্ম সাধারণ সম্পাদক কল্যাণ কান্তি রায় সানী,আব্দুল মুকিত, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জাহিদ আলম রিয়াদ, জসিম উদ্দিন প্রমুখ।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ,জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন,যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক,সহ-সভাপতি হরমুজ আলী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রবীণ রাজনীতিবীদ নুরুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা,সিলেট মহানগর আওয়ামীলীগ নেতা সৈয়দ শামীম আহমদ,উপজেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মাছুম, পৌর আওয়ামীলীগের সভাপতি ডাঃ আব্দুল আহাদ সেক্রেটারী ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সেক্রেটারী আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান মুজিব, সেক্রেটারী কুতুব উদ্দিন জুয়েল,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মাসুদ কামাল সুফি,সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলী হোসেন,সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুব্রত সরকার,যুগ্ম সাধারণ সম্পাদক মিন্টু চৌধুরী,সাংগঠনিক সম্পাদক শাহ মওদুদ,কামরুল ইসলাম সিপন.দক্ষিন সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি বদরুল আলম টিপু প্রমুখ। সভায় কোরআণ তেলোওয়াত করেন ছাত্রলীগ নেতা জুয়েল মিয়া। পরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠি হয়। দ্বিতীয় পর্বে ছাত্রলীগের নেতাদের নিয়ে বৈঠক বসলে ১০ দিনের মধ্যে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করে দেয়া হবে বলে প্রতিশ্রুতি দেন জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

Exit mobile version