স্টাফ রিপোর্টার:: ৩ জুলাই জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের ইফতার মাহফিল ও আলোচনাসভা। ইফতার মাহফিল ও আলোচনার আড়ালে হতে যাচ্ছে উপজেলা ছাত্রলীগের সন্মেলন। ছাত্রলীগের নেতাকর্মীদের আশা ৩ জুলাই ইফতার মাহফিল ও আলোচনা সভা শেষে ঘোষনা হবে নতুন কমিটি। ইতিমধ্যে ইফতার মাহফিল ও আলোচনাসভার ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি,বিশেষ অতিথি হিসেবে থাকবেন সুনামগঞ্জ-মৌলবীবাজারের সংরক্ষিত আসনের সাংসদ এডভোকেট শামসুন্নাহার বেগম শাহানা রব্বানী এমপি,জেলা পরিষদ প্রশাসক জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা। সভায় প্রধান আলোচক হিসেবে থাকবেন জেলা ছাত্রলীগ সভাপতি ফজলে রাব্বি স্মরণ,বিশেষ আলোচক থাকবেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী।ইতিমধ্যে উক্ত আলোচনাসভা ও ইফতার মাহফিলকে সফল করতে ছাত্রলীগের সন্মেলন প্রস্তুত কমিটির নেতারা জোর প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি পদ পেতে করছেন জোর লবিং। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, উপজেলা ছাত্রলীগের সন্মেলন প্রস্তুত কমিটির সভাপতি শাহ সাহেদ,সিনিয়র সহ-সভাপতি সাফরোজ ইসলাম,সাধারণ সম্পাদক রুমেন আহমদ,যুগ্ম সাধারণ সম্পাদক কল্যাণ কান্তি রায় সানী, আব্দুল মুকিত,ছাত্রলীগ নেতা তোহা চৌধুরী,মাহবুব হোসেন,আজমল হোসেন মিঠুর নাম শোনা যাচ্ছে।
Leave a Reply