স্টাফ রির্পোটার
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ বাজার থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়।
জহন্নাথপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিরে থানা পুলিশ বুধবার ভোরে স্থানীয় রানীগঞ্জ বাজার থেকে রানী নগর গ্রামের আবদুল হোসেন ও গুরুপদ রায়কে আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে ১০ লিটার দেশীয় চোলাইকৃত মদ উদ্ধার করা হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত ওসি আসাদুজ্জামান জানান, গ্রেফতারকৃত দুইজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসায় চালিয়ে আসছিল। তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।