সুহেল হাসান কলকলিয়া থেকে ;;জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া বাজার থেকে একটি চোরাই মোটর সাইকেলসহ তিন জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো দিরাই উপজেলার কামড়িবীজ গ্রামের ময়না মিয়া(২১)কাননন দাস(২০) ও আব্দুল মোমিন (২১)। বৃহস্পতিবার রাত ১২টায় গ্রেফতার অভিযানে নেতৃত্বধানকারী জগন্নাথপুর থানার এস.আই অনিবাণ বিশ্বাস জানান, চোরাই ওয়ালট মোটর সাইকেলসহ তিনজনকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।