Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে চেয়ারের আঘাতে গৃহবধূর মৃত্যুর ঘটনায় পলাতক স্বামী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে অনলাইনে জুয়া খেলায় আসক্ত স্বামীকে বারণ করায় চেয়ারের আঘাতে নাজিয়া বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনার ১০ দিন পর পলাতক স্বামী আমজাদ হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে উপজেলার কলকলিয়া ইউনিয়নের তেলিকোনা গ্রাম থেকে আমজাদকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আমজাদ শান্তিগঞ্জ উপজেলার আক্তাপাড়া গ্রামের মোখলেছ মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন। উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর উপজেলার পাটলী ইউনিয়নের ইসলামপুর গ্রামে অনলাইন জুয়া খেলায় বারণ করাকে কেন্দ্র করে চেয়ারের আঘাতে দুই সন্তানের জননী নাজিয়া বেগমের মৃত্যু হয়। পরদিন বৃহস্পতিবার ওই গৃহবধূর বড় ভাই ইমরান হোসেন বাদী হয়ে জগন্নাথপুর থানায় স্বামী আমজাদ হোসেনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

Exit mobile version