স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে বাসা—বাড়িতে চুরির ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার এবং চুরি যাওয়া ফ্রিজ উদ্ধার করেছে পুলিশ। শনিবার গ্রেপ্তারদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন— বাড়ি জগন্নাথপুর এলাকার মৃত. নানু মিয়ার ছেলে ময়না মিয়া (২২), শান্তিগঞ্জ উপজেলার আক্তাপাড়া (শিমুলবাঘ) গ্রামের রফিক মিয়ার ছেলে আক্তার হোসেন (২৮), নন্দিরগাঁও গ্রামের সমশুর নুরের ছেলে রুবেল মিয়া (৩৫), জামালগঞ্জ উপজেলার মাগুরা গ্রামের মৃত. মতিবুর রহমানের ছেলে লোকমান আহমদ (১৯) ও কেশবপুর এলাকার মৃত গজম্বর আলীর ছেলে জাহাঙ্গীর হাসান (৩০)।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, জগন্নাথপুর পৌরসভার আলিয়াবাদ এলাকার এক বাসায় মাছুম আহমদ নামের চাকুরীজীবী স্বপরিবারে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। গত মঙ্গলবার (২৩ জুলাই) মাছুম আহমদ পরিবারের সদস্যদের নিয়ে তাঁর গ্রামের বাড়িতে যান। পরবর্তীতে গত শুক্রবার তিনি ফিরে এসে বাসার দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান।
মাছুম আহমদ জানান, ঘরে ঢুকে বুঝতে পারি ঘরে রাখা ফ্রিজসহ বেশ কিছু জিনিসপত্র চুরি হয়েছে। চারপাশে অনেক ঘর—বাড়ি রয়েছে। দিনের বেলা এ চুরি অসম্ভব। যা হওয়ার সব রাতেই হয়েছে। চুরি ঘটনায় শুক্রবার রাতে থানায় মামলা করেছি।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) শামছুল আরেফিন বলেন, মামলার দায়ের পর আমরা আমাদের কাজ শুরু করি। ঘটনার সাথে জড়িত সন্দেহে প্রথমে ময়না মিয়া ও আক্তারকে বাড়ি জগন্নাথপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তথ্যমতে বাকি আসামিদের গ্রেপ্তার ও চুরি যাওয়া ফ্রিজটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কি না এবং চুরি যাওয়া বাকি জিনিসপত্র উদ্ধারে আসামিদের বিরুদ্ধে আদালতে রিমান্ডের আবেদন করা হয়।