সুহেল হাসান কলকলিয়া থেকে:: কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের একটি মৎস্য খামারের ফার্মে ফাঁদ পেতে এলাকাবাসী একটি চিতা বাঘ আটক করেছেন। এলাকাবাসী জানান, প্রতিদিনের মতো বাঘটি ফার্মে এসে মাছ খেয়ে চলে যায়। কৌশলে মুরুগ দিয়ে বাঘটিকে অাটক করা হয়। মৎস্য খামারের মালিক আসকার মিয়া ফাঁদ পেতে বাঘটিকে আটক করেন। আটককৃত বাঘটি কাঁচায় রেখে এলাকাবাসী বনবিভাগে যোগাযোগ করছেন। এদিকে বাঘটি দেখতে কৌতুহলী শত শত লোকজন তার বাড়িতে ভীড় করছেন।
Leave a Reply