Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে চার ঘন্টা পর শিশুটির মৃত লাশ উদ্ধার

স্টাফ রির্পোটার :: চার ঘন্টা পর শিশুটির মৃত লাশ উদ্বার করা হয়েছে। জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের মেঘাখালী নদী থেকে সোমবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের সময় শিশুর লাশ উদ্ধার করা হয় । এ ঘটনায় পুলিশ শিশুটির বাবাকে গ্রেফতার করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সৈয়দুপর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর হারিকোণা গ্রামের মানষিক ভারসাম্যহীন সৈয়দ আবুল কাসেম তার শিশু পুত্র নাইম আহমদ (৩) কে নিয়ে শুশুরবাড়ি মীরপুর ইউনিয়নের নাসিরপুর গ্রামে বেড়াতে যান। বিকেল ৩ টায় পুত্রকে নিয়ে স্থানীয় মীরপুর বাজারে যান। হঠাৎ করে তিনি শিশুটিকে বাজারের নিকটস্থ মেঘাখালি নদীর গভীর পানিতে তার প্রতিবন্দ্বী শিশুটিকে ফেলে দেন। এ সময় স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে শিশু উদ্ধারে অভিযান চালান। সন্ধ্যায় ৭টা ১০ মিনিটে একজন জেলের জালে মৃত শিশুটির লাশ উঠে।
জগন্নাথপুর থানার এস,আই রতন দেবনাথ জানান, ঘটনাস্থল থেকে মৃত শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির পিতাকে গ্রেফতার করা হয়েছে।

Exit mobile version