Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে চর্তুথ দিনে টিকা নিলেন ২১০ জন

স্টাফ রিপোর্টার:
করোনাভাইসের  প্রতিষেধক ভ্যাকসিন কার্যক্রমের চর্তুথ দিনে আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) সুনামগঞ্জের জগন্নাথপুরে টিকা নিয়েছেন ২১০ জন। এনিয়ে মোট গত চার দিনে টিকা গ্রহণ করছেন ৫১৯ জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র জানায়, গত বোরবার (৭ ফেব্রুয়ারি) ভ্যাকসিন কার্যক্রমের প্রথম দিন টিকা নিয়েছিলেন ৬০ জন।  এরমধ্যে পুরুষ ৪৪ জন ও ১৬ জন নারী। দ্বিতীয় দিনে ৫৯ জন টিকা নেন। তারমধ্যে পুরুষ ৪১ জন ও নারী ৮ জন। তৃতীয় দিন ১৮০ জনে টিকা গ্রহণ করেন। এরমধ্যে ১৩৫ জন পুরুষ এবং ৪৫ জন নারী। চর্তুথ দিনে টিকা নিয়েছেন ২১০ জন। এরমধ্যে পুরুষ ১৭০ জন এবং নারী ৪০ জন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুদন ধর জানান, জগন্নাথপুরে  প্রথম ধাপে উপজেলায় ৮ হাজার ৮শ’ করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়া গেছে। এরমধ্যে ৪ হাজার ৪শ’ জনকে এই ভ্যাকসিন দুই করে দেওয়া হবে। এখন পর্যন্ত ৫১৯ জন টিকা নিয়েছেন। তাঁরা সবাই সুস্থ আছেন।

Exit mobile version