স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে দুইদিন ব্যাপি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় েেদৗড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বিকেলে প্রতিযোগিতার ফাইনাল শেষ হয়। ফাইনালে জেলার জামালগঞ্জ উপজেলার রামনগর গ্রামের মায়ের আদেশকে হারিয়ে জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই আবাসিক এলাকার বাসিন্দা সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশিদ ভুঁইয়ার ঘোড়া রাজমুকুট চ্যাস্পিয়ান হয়েছে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। পুরস্কার বিতরণকালে উপস্থিত ছিলেন জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নব গোপাল দাস, এসআই হাবিবুর রহমান,
সিলেট বিভাগীয় ঘোড় দৌড় ফাউন্ডেশনের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মাসুক মিয়া প্রমুখ।
প্রসঙ্গত, গতকাল সোমবার জগন্নাথপুর উপজেলার বৈঠাখালির পাশে মইয়ার হাওরে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে ঘোড় দৌড় প্রতিযোগিতা প্রতিযোগিতা শুরু হয়।
এ প্রতিযোগিতায় জগন্নাথপুর, বিশ্বনাথ, ছাতক উপজেলাসহ সিলেট বিভাগের বিভিন্নস্থানে নানা বাহারি নামে ঘোড়া নিয়ে আসেন ঘোড়ার মালিকগন।
রাজমুকুট, ইংল্যান্ড, বাংলার ফুল, টিয়াপাখি, রকেট, মাস্তান, সোনার হরিণ, মনপাখি, দোয়েল পাখি, মায়ারানী, মায়ের আদেশ, লাদেন, বিজয় নিশান নামে প্রায় ৫০টি ঘোড়া প্রতিযোগিতা অংশ নিয়েছে। ঘোড়া দৌড় দেখতে আনন্দ উৎসাহ নিয়ে নানা বয়সী হাজারো মানুষের ঢল নামে হাওরের মাঠে।
Leave a Reply