স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুরে গ্রেফতারি আতংকে বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। ৮ ফ্রেবুয়ারি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলার রায়কে ঘিরে দেশে সহিংসতা ও নাশকতা এড়াতে পুলিশ বিশেষ অভিযান চালিয়েছে সারাদেশে।
এরই ধারাবাহিতায় গতকাল মঙ্গলবার জগন্নাথপুর উপজেলার বিভিন্নস্থানে পুলিশ অভিযান পরিচালনা শুরু করে। ওই অভিযানে পৌরশহর থেকে বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের দুই কর্মীকে গ্রেফতার করে। এ গ্রেফতারে জগন্নাথপুরের সর্বত্র জুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে আতংক জড়িয়ে পড়ে। গ্রেফতার এড়াতে বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছেন দলীয় নেতাকর্মীরা এমন অভিযোগ পাওয়া যাচ্ছে।
উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কবির আহমদ বলেন, শান্তির জনপদ হচ্ছে জগন্নাথপুর উপজেলা। পুলিশ অন্যায়ভাবে নিরপরাধ নেতার্মীদের গ্রেফতার করছে। পুলিশ নির্যাতনে ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন দলীয় নেতাকর্মীরা। অবিলম্বে জুলুম নির্যাতন বন্ধ করার জন্য পুলিশের প্রতি আহবান জানিয়েছেন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন, সকল ধরনের সহিংকতা ও নাশকতা বন্ধে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, এলাকার আইন শৃঙ্খলা বজায় রাখতে আমরা সব ধরনের পদক্ষেপ গ্রহন কবর।
Leave a Reply