Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Screenshot

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে স্বামীর বাড়ি থেকে আঞ্জুমা বেগম (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল গ্রামে এ ঘটনা ঘটে। আঞ্জুমা বেগম ওই গ্রামের মিলাদ হোসেনের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, গত ৩ মাস আগে চাচাত ভাই মিলাদ হোসেনের সঙ্গে পারিবারিকভাবে ওই গৃহবধূ আঞ্জুমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ছিল। শনিবার দুপুরে পরিবারের লোকজন আঞ্জুমাকে তাঁর স্বয়ন কক্ষের তীরের সঙ্গে গলায় উড়না পেচানো অবস্থায় ঝুলন্ত দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে
বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এখনো কারো কোন অভিযোগ পাওয়া যায়নি।

Exit mobile version