স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে অনলাইনে জুয়া খেলায় আসক্ত স্বামীকে রাবণ করায় চেয়ারের আঘাতে নাজিয়া বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামী আমজাদ হোসেনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর)ওই গৃহবধূর বড় ভাই ইমরান হোসেন বাদী হয়ে জগন্নাথপুর থানায় এ হত্যা মামলা করেন।
এদিকে, ঘটনার পর থেকে আমজাদ হোসেন পলাতক রয়েছে।
আমজাদ শান্তিগঞ্জ উপজেলার আক্তাপাড়া গ্রামের মোখলেছ মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে আমজাদ হোসেনকে গ্রেপ্তারে পুলিশের কয়েকটি দল কাজ করছে।
উল্লেখ্য, গত বুধবার দুপুরে উপজেলার পাটলী ইউনিয়নের ইসলামপুর গ্রামে অনলাইন জুয়া খেলায় বারণ করাকে কেন্দ্র করে চেয়ারের আঘাতে গৃহবধূ নাজিয়া বেগমের মৃত্যু হয়।
ওই গৃহবধূ দুই সন্তানের জননী ছিলেন।