সিন্ধু মনি সরকার রানীগঞ্জ থেকে:: জগন্নাথপুর উপজেলার ৬ নং রানীগঞ্জ ইউনিয়নের ৫ নং ওর্য়াডের গন্ধর্ববপুর গ্রামে এনজিও সংস্থা কেয়ার বাংলাদেশ পি,সিএসবিএ এর আয়োজনে মা ও শিশুর স্বাস্হ্য সেবা বিষয়ক পথ নাটক ‘পথের দিশা’ রোববার অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজলুল হক, ইউপি সদস্য মুক্তার মিয়া এনজিও সংস্থা কেয়ার বাংলাদেশের প্রতিনিধি লায়লা বেগম,ইউপি সদস্য জুয়েল মিয়া,সাংস্কৃতিকর্মী সাদ্দাম হোসেনসহ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয়কারী শিল্পীবৃন্দ। কেয়ার বাংলাদেশ সূত্র জানায়,মা ও শিশু স্বাস্থ্যর ওপর সচেতনতাবৃদ্ধিতে পথের দিশা নামে পথ নাটক মঞ্চস্থ করা হচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় নাটকের মাধ্যমে সচেতনতাবৃদ্ধি করাই মূল লক্ষ্য বলে আয়োজকরা জানান। নাটক দেখতে এলাকার বিপুল লোক সমাগম ঘটে।